যুক্তরাষ্ট্রে ৪ ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা উত্তর কোরিয়ার

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে দাবি করে উত্তর কোরিয়া বলেছে, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনতে প্রচারিত খবরে দেশটির এমন অবস্থানের কথা জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির নেতা কিম জং উন অনুমতি দিলে গুয়ামের ৩০ কিলোমিটার দূরে সমুদ্রে পতিত হবে হোয়াসং-১২ রকেট তথা ক্ষেপণাস্ত্র।

উত্তর কোরিয়ার এমন হুমকি-ধমকির পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরের যেকোনো ব্যবস্থার মানে হলো তাদের শাসনক্ষমতার শেষ দেখা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধে অবতীর্ণ হলে উত্তর কোরিয়াকে ‘সমূলে উৎপাটন’ করা হবে।

বুধবার যুক্তরাষ্ট্রের গুয়ামে হামলার পরিকল্পনার কথা জানায় উত্তর কোরিয়া। এলাকাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। সেখানে প্রায় এক লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করে।

বুধবার প্রথম বিবৃতি দেওয়ার পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, দেশটির সামরিক বাহিনী আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে বোমা হামলার পরিকল্পনা সম্পন্ন করবে। এর পর সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের।