সিয়েরা লিওনে ভূমিধস, কয়েকশ নিহত

Looks like you've blocked notifications!

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের পাশে ভূমিধসে অন্তত ৩১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। স্থানীয় সময় আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানীর রিজেন্ট এলাকার অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। ওই সময় ওই পাহাড়ি জনপদের অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় শত শত মানুষ মারা যায়।’ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এটা ভয়াবহ একটা ঘটনা, আমি শোকাহত।’

রেডক্রসের আরেক মুখপাত্র প্যাট্রিক মাসাকুই বার্তা সংস্থা এএফপি বলেন, মৃতের সংখ্যা ৩১২ ছাড়িয়ে যাবে। আরো মৃত্যুর আশঙ্কা করেন তিনি।

এ ঘটনায় অন্তত দুই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। হতাহতের স্বজনরা রিজেন্ট এলাকার ভিড় করছেন।