ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী গ্রেপ্তার!
ভারতের দিল্লিতে অটোরিক্শা চালককে প্রথমে শ্লীলতাহানি এবং পরে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে। বুধবার রাতে দিল্লির অর্জুননগর এলাকায় এই ঘটনা ঘটে।
সফদরজং এনক্লেভ থানার পুলিশ জানায়, গত রাতে রেণু লালওয়ানি (৩২) নামের এক নারী দিল্লি সাকেত এলাকা থেকে অর্জুননগর যাওয়ার জন্য উমেশ প্রসাদের (৪১) অটো রিকশায় ওঠেন। এরপর অজয়নগর থেকে ওই নারী শরীর খারাপ লাগার কথা বলে অটোরিকশার চালককে নিজের ফ্ল্যাটে নিয়ে যান তিনি। সেখানে তিনি প্রথমে ওই অটোচালককে পানি পান করতে দেন। পানির পর ওয়াইন পান করতে বলেন। অটোচালক ওয়াইন পান করতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রথমে শ্লীলতাহানি এবং পরে জোর করে ধর্ষণের চেষ্টা করেন রেণু। এ সময় তাঁর সঙ্গে আরেক ভিনদেশি নারীও ছিলেন।
অভিযোগকারী অটোরিকশার চালক আরো জানান, তাঁর জামাকাপড় ছিঁড়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে দুই নারীর মধ্যে একজন। আরেকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। কোনোমতে ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে পালান অটোচালক উমেশপ্রসাদ।
উমেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে সফদরজং এনক্লেভ থানার পুলিশ অভিযান চালিয়ে রেণু লালওয়ানিকে গ্রেপ্তার করেছে। তবে তাঁর সঙ্গী ও তানজানিয়ার নাগরিক আরেক নারী এখনো পলাতক।