শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের গণমাধ্যম অ্যারাবিয়া ডটনেট আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় জানায়, সৌদি আরবের আকাশে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে শনিবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হওয়ার কথা।