বোরকা পরে সংসদে অস্ট্রেলিয়ান সিনেটর!
প্রতিবাদ হিসেবে এবার নিজেই বোরকা পরে সংসদে হাজির হলেন অস্ট্রেলিয়ার উগ্র-ডানপন্থী দল ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন।
আজ বৃহ্স্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে অস্ট্রেলিয়ায় মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়াকে ঝুঁকিপূর্ণ মন্তব্য করে দেশটিতে সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখা বোরকা নিষিদ্ধ করার দাবি তোলেন এই সিনেটর।
বিবিসি জানায়, পলিন হ্যানসন বোরকা পরে নিজের চেম্বারে হাঁটাহাঁটি করেন এবং সংসদে তিনি তাঁর আসনে বসেন।
দেশটির অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস সিনেটর হ্যানসনের এ ধরনের প্রতিবাদের নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি তাঁকে সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের কাজে তাঁর বিরুদ্ধে কোনো ধর্মীয় সম্প্রদায়কে অবমাননা করার অভিযোগ উঠতে পারে।
বোরকা বাতিল না করার বিষয়ে বিরোধী দলগুলোর কাছ থেকে স্থায়ী অনুমোদন পাওয়ার কথা উল্লেখ করে ব্রান্ডিস বলেছেন, বোরকা বাতিল করা হবে না।
এদিকে এক বিবৃতিতে পলিন হ্যানসন বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়ার সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখা বোরকা বাতিল করা গুরুত্বপূর্ণ ছিল।
আজ বৃহস্পতিবার হ্যানসনের বোরকা বাতিলের প্রস্তাবটি নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।