আইএসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে লেবানন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/19/photo-1503127677.jpg)
সিরিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে লেবাননের সেনারা।
স্থানীয় সময় শনিবার লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
একই দিনে সিরিয়ার কালামুন পার্বত্য এলাকায় দেশটির সেনাবাহিনী ও লেবাননভিত্তিক শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ আইএসের ওপর হামলার ঘোষণা দিয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রটি জানায়, লেবাননের রাস বালবেক শহরের কাছে আইএসের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, কামান ও হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালাচ্ছে সেনারা।
লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন বলেন, ‘লেবাননের নামে, অপহৃত লেবানিজ সেনাদের নামে, সেনাবাহিনীর শহীদদের নামে, আমি এই অভিযান ঘোষণা করছি।’
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক অভিযানের বিষয়ে সিরিয়ার সেনাদের সঙ্গে সমন্বয় করছে না তারা।
লেবাননের বৈরুত থেকে আলজাজিরার প্রতিবেদক ইমতিয়াজ তৈয়ব বলেন, ‘লেবানন ও সিরিয়া সীমান্তের এটাই (দখলে থাকা) শেষ এলাকা যেটি এখনো সশস্ত্র সংগঠনটির (আইএস) হামলার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী।’
ইমতিয়াজ তৈয়ব বলেন, গত কয়েক সপ্তাহে এই এলাকায় বড় ধরনের অভিযান চালানো হয়। সেই অভিযানে সশস্ত্র সংগঠন জাবাত ফাতেহ আল-শামের (যাদের পূর্ব নাম ছিল আল-নুসরা ফ্রন্ট) সদস্যদের বিতাড়িত করা হয়েছে।