দিল্লিতে বহুতল ভবনধসে মৃত ১০
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চারতলা ভবনধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন নারী। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। শনিবার রাতে বিষ্ণু গার্ডেনে এ ঘটনার পর রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছে কর্তৃপক্ষ।
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রয়েছে। স্থানীয় পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
পশ্চিম দিল্লির পুলিশ কর্মকর্তা পুষ্পেন্দু কুমার বলেন, ‘বিষ্ণু গার্ডেনে ভবন ধসে গেছে এবং আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। বহুতল ভবনটির ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে আছে বলে আশঙ্কা করছি।’
প্রাথমিকভাবে জানা গেছে, ধসে পড়া ভবনটির পাশেই আরেকটি ভবনের নির্মাণকাজ চলছিল।
প্রত্যক্ষদর্শী দীপক বলেন, ‘ড্রেন বন্ধ হয়ে গেছে, মাটি উত্তোলনে ভারী যন্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা এ বিষয়ে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা এখানে ২০ বছর ধরে বাস করছি, কিন্তু এখানে কোনো ভালো রাস্তা নেই। স্থানীয় এমএলএর কাছেও অভিযোগ করেছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৮টা ৪০ মিনিটে ভবনধসের খবর পান তাঁরা। আহতদের গুরু গোবিন্দ হাসপাতালে নেওয়া হয়েছে।
আম আদমি পার্টির আইনপ্রণেতা জার্নাইল সিংহ বলেন, ‘এটা দুঃখজনক দুর্ঘটনা এবং উদ্ধারকাজ চলছে। আমাদের উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায়। কিছু লোককে জীবিত উদ্ধার করা হয়। ভবনটির মালিকও এর নিচে আটকা পড়েছিলেন। ঈদের কারণে সম্ভবত ভবনটির বাসিন্দারা তাদের গ্রামের বাড়িতে গেছে। এ কারণে হতাহতের সংখ্যা কম হয়েছে।’