বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলা

Looks like you've blocked notifications!

যুক্তরাজ্যের লন্ডনে ছুরিধারী এক ব্যক্তিকে আটক করার সময় আহত হয়েছেন দেশটির দুই পুলিশ।

স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাকিংহাম প্যালেসের বাইরে এ ঘটনা ঘটে।  দেশটির মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় রানী দ্বিতীয় এলিজাবেথসহ রাজপরিবারের কেউ তখন বাসায় ছিলেন না।

পুলিশের বরাত দিয়ে সিএনএন বলছে, এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। কিন্তু সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ বলছে, ২০ বছর বয়সী অস্ত্রধারী ওই লোককে বাকিংহাম প্যালেসের কাছের রাস্তায় শুক্রবার ৮টা ৩৫ মিনিটের দিকে দেখা যায়। তখন পুলিশ তাঁর গাড়িতে একটি বড় ছুরি দেখতে পায়। গ্রেপ্তার করতে গেলে দুই পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হন ওই ব্যক্তি। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে তাঁরা কেউ খুব বেশি আঘাত পাননি।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ওই ব্যক্তিকে আটকের পর পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে খুব দ্রুত বিস্তারিত জানানো হবে।