রোলকলে ‘ইয়েস স্যার’ নয়, বলতে হবে ‘জয় হিন্দ’!

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোলকলের সময় এখন থেকে আর ‘ইয়েস স্যার’ বলতে পারবে না। বলতে হবে ‘জয় হিন্দ’। গতকাল মঙ্গলবার এমন একটি নির্দেশনা জারি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বলেন, শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলার সব সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষক রোলকল করলে এখন থেকে ‘ইয়েস স্যারে’র পরিবর্তে বলতে হবে ‘জয় হিন্দ’।

কুনওয়ার বিজয় শাহ বলেন, আগামী ১ অক্টোবর থেকে এ নিয়ম চালু করা হবে। পরবর্তী সময়ে এই নিয়ম বেসরকারি সব স্কুলেও চালু করা হবে।

শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে আগামীতে মধ্যপ্রদেশ রাজ্যের সব সরকারি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে ভারতের শহীদদের নামে নামকরণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।