বিজেপিকে তোপ শরিক শিবসেনার
ভারতে এবার বিজেপি সরকারের সমালোচনা করলেন দলটির অন্যতম শরিক দল শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, দেশে ‘আচ্ছে দিন’ আনার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি।
সম্প্রতি শিবসেনার মুখপত্র ‘সামনা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ঠাকরে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কেন্দ্রে ও মহারাষ্ট্রে সরকার বদল হলেও বাস্তব পরিস্থিতি যেমন ছিল প্রায় তেমনই রয়ে গেছে। নরেন্দ্র মোদির এক বছরের শাসনামলে দেশের অবস্থা তেমন কিছুই বদলায়নি। প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে একই খবর পড়তে হচ্ছে। কৃষকদের আত্মহত্যা, বেকারদের বিক্ষোভ, নারী নিগ্রহের মতো খবর এখনো প্রতিদিন খবরের কাগজে দেখতে হচ্ছে।’
শিবসেনা-প্রধান অবশ্য এসব অভিযোগ তোলার পাশাপাশি বলেন, ‘ইউপিএ সরকারের অপশাসনের আবর্জনা সরিয়ে দেশের হাল ফেরাতে ৫০ বছরও যথেষ্ট সময় নয়। কিন্তু জনগণকে দেওয়া প্রতিশ্রুতি তো পালন করতেই হবে সরকারকে। জনগণের প্রত্যাশা পূরণে আগামী পাঁচ বছরে দেশের উন্নয়নে অনেক কিছুই তো করতে হবে।’
গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী ইশতেহারে দেশে ‘আচ্ছে দিন’ নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রসঙ্গে ঠাকরে বলেন, ‘আপনারা (বিজেপি) দেশের মানুষকে আচ্ছে দিন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কীভাবে সে দিন আনবেন তা জনগণের জানার কথা নয়। প্রতিশ্রুতি পূরণ করাটাই প্রয়োজন। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না আপনারা।’
একই সঙ্গে শিবসেনা-প্রধান কাশ্মীর নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে পিডিপির হাত ধরে সরকার গঠন করেছে বিজেপি। অথচ এই কাশ্মীরে এখন বারবার পাকিস্তানি পতাকা ওড়ার ঘটনা ঘটছে। এর আগে কখনই দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরের মাটিতে এ ধরনের পাকিস্তানি পতাকা ওড়ানোর ঘটনা ঘটেনি।’
একদিকে যখন দুর্নীতির প্রশ্নে পার্লামেন্টের ভেতরে ও বাইরে বিরোধীরা বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করছেন, ঠিক সেই সময়ে শিবসেনা-প্রধানের এই মন্তব্য মোদি সরকারের অস্বস্তি আরো বাড়িয়ে দেবে বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল।