জাপানে টাইফুনের আঘাতে দুজন নিহত

Looks like you've blocked notifications!
জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় তালিমের আঘাতে নিহত হয়েছেন কমপক্ষে দুজন। ছবি : রয়টার্স

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় (টাইফুন) তালিমের আঘাতে কমপক্ষে দুজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো তিনজন।

স্থানীয় সময় সোমবার সকালে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপপুঞ্জে আঘাত হানে।

টাইফুনে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ১৬২ কিলোমিটার ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

জাপানের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়া ঝড়টি সোমবার সকালে হোক্কাইডো দ্বীপে পৌঁছায়। এর প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

স্থানীয় পুলিশ জানায়, রোববার রাতে ৮৬ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চলীয় কাগাওয়ায় এক ভূমিধসে তাঁর বাড়ি চাপা পড়ে। বাড়ির ভেতর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি গাড়ির ভেতর থেকে ৬০ বছর বয়সী এক চালকের লাশ উদ্ধার করা হয়। জাপানের পশ্চিমাঞ্চলীয় কোচির এক নদীতে ওই গাড়ি ডুবে ছিল।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকের খবরে জানানো হয়, টাইফুনকবলিত অঞ্চলে এখনো তিনজন নিখোঁজ রয়েছে। টাইফুন-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন।

এনএইচকে জানায়, প্রচণ্ড ঝড়ে সোমবার কমপক্ষে ১১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া জাপানের উত্তরাঞ্চলে কয়েকটি বুলেট ট্রেন সার্ভিস স্থগিত করা হয়েছে।