‘অক্ষমতা’, ‘পরকীয়া’র কারণে কৃষকদের আত্মহত্যা
ভারতের বিভিন্ন রাজ্যে কৃষকরা আত্মহত্যা করছেন। এর কারণ জানতে দেশটির কৃষিমন্ত্রী রাধা মোহন সিংয়ের কাছে লিখিত জবাব চেয়েছিল পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। জবাবে আত্মহত্যার অনেক কারণের মধ্যে ‘যৌন অক্ষমতা’এবং ‘পরকীয়া’কে উল্লেখ করেছেন তিনি।
গতকাল শুক্রবার রাজ্যসভার কাছে উপস্থাপন করা কৃষিমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে পার্লামেন্টসহ ভারতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পরিসরে। বিরোধী দলের সদস্যরা কৃষিমন্ত্রীর এ বক্তব্যকে হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন।
এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যসভায় কৃষকদের আত্মহত্যার কারণ হিসেবে ঋণের বোঝা, কাঙ্ক্ষিত ফসল না পাওয়া, খরা, আর্থ-সামাজিক ও ব্যক্তিগত বিষয়সহ ভূস্বামীদের অত্যাচারকে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী। ওই সময় জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) একটি তথ্য তুলে ধরেন তিনি। সে তথ্যের উল্লেখ করে মন্ত্রী জানান, কৃষকদের আত্মহত্যার জন্য পারিবারিক সমস্যা, অসুস্থতা, মাদকাসক্তি, বেকারত্ব, জমি নিয়ে বিরোধ, পেশাগত সমস্যা, প্রেম, যৌন অক্ষমতা, বিয়ে নিয়ে জটিলতা, যৌতুক, সামাজিক খ্যাতি নষ্টসহ বিভিন্ন বিষয় রয়েছে।
মন্ত্রীর এ বক্তব্যের পরই পার্লামেন্টে শুরু হয় শোরগোল। বিরোধী দলের আইনপ্রণেতা ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) প্রধান সীতারাম ইয়েচুরি বলেন, ভূস্বামীদের নির্যাতনে কৃষকদের আত্মহত্যার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই কৃষিমন্ত্রী এমন মন্তব্য করেছেন।