শর্ত সাপেক্ষে পরীক্ষায় হিজাব পরা যাবে
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় হিজাব পরা পরীক্ষার্থীর অধিকার নয়। এ কারণে কোনো পরীক্ষার্থী হিজাব পরে আসার ক্ষেত্রে জোর খাটাতে পারবে না। তবে শর্তসাপেক্ষে ও বিশেষ তল্লাশির পর পরীক্ষায় হিজাব পরা যাবে। গতকাল শুক্রবার এমনটাই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
দেশটির শীর্ষ আদালতে ধর্মীয় আচরণে অধিকার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন স্টুডেন্টস ইসলামিক অরগানাইজেশন অব ইন্ডিয়া এবং কেরালা রাজ্যের অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল পরীক্ষার দুই পরীক্ষার্থী। সেই জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু, বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ এক রায়ে জানান, হিজাব না পরে পরীক্ষা দেওয়ায় পরীক্ষার্থীর অধিকার নেই। তবে উভয়পক্ষ চাইলে শর্ত সাপেক্ষে হিজাব পরে পরীক্ষা দেওয়া সম্ভব।
ভারতের সিবিএসই পরিচালিত অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য কঠোর পোশাক বিধি জারি করা হয়েছে। পরীক্ষায় অনিয়ম ঠেকাতেই এই পোশাক বিধি বলে জানিয়েছে সংগঠনটি। সিবিএসই জানিয়েছে,মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফাঁস ও বাইরে থেকে উত্তরের জোগান বন্ধ করতে পরীক্ষার্থীদের হাল্কা পোশাকে পরীক্ষার হলে আসতে বলা হয়েছে। পোশাকের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিয়মবিধি অনুযায়ী পরীক্ষার হলে আসার সময় জুতা পরা যাবে না। হাল্কা চপ্পল পরে আসতে হবে পরীক্ষার হলে। পরীক্ষার্থীদের হাল্কা জামা, টি-শার্ট, কুর্তা কিংবা ট্রাউজার বা সালোয়ার পরে আসতে হবে। পোশাকে কোনো বড় বোতাম,ব্রোচ,ব্যাজ কিংবা ফুল থাকা চলবে না। আংটি, কানের দুল, বালা, নাকের ফুল, পেন্ডেন্ট, এমনকি ঘড়ি পরে পরীক্ষার হলে আসা চলবে না। এ ছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন,ব্লুটুথ, ইয়ার ফোন,হেয়ার ব্যান্ড,বেল্ট,টুপি,স্ক্র্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষার হলে হিজাব পরে আসার বিষয়টি নিয়ে গত মঙ্গলবার কেরালা হাইকোর্টে ওই নারী পরীক্ষার্থী এক আবেদন জানান। যে আবেদনে কেরালা হাইকোর্ট জানিয়ে দেন, পরীক্ষার হলে তাঁদের আধঘণ্টা আগে আসতে হবে। যাতে মহিলা পরীক্ষক পরিদর্শকরা তাঁদের দেহ তল্লাশি করতে পারেন। এর পরই হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে।