ব্রেক্সিটের পরও ইইউর কাছে অন্তর্বর্তীকালীন দুই বছর চান মে

Looks like you've blocked notifications!
ব্রেক্সিট নিয়ে ইতালির ফ্লোরেন্সে বক্তব্য দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। ছবি : রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার (ব্রিটিশ এক্সিট বা ব্রেক্সিট) পর অন্তর্বর্তীকালীন প্রায় দুই বছর সময় দরকার। এই সময়ে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক শর্তগুলো একই থাকা উচিত।

ইতালির ফ্লোরেন্সে ব্রেক্সিট নিয়ে দেওয়া এক বক্তব্যে মে এই মন্তব্য করেন।

বিবিসির খবরে বলা হয়, টেরিজা মে তাঁর প্রস্তাবে বলেন, এই সময়ের মধ্যে ইইউভুক্ত দেশগুলোর অভিবাসীরা যুক্তরাজ্যে অবস্থান ও কাজ করতে পারবে। সে ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের নিবন্ধন করতে হবে। এ ছাড়া ইইউর বাজেটে অর্থ দেবে যুক্তরাজ্য যাতে সদস্য রাষ্ট্রগুলোর ওপর চাপ না পড়ে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আশা, তাঁর এই প্রস্তাবের পর ব্রেক্সিট নিয়ে আলোচনা আবার সচল হবে।

ইইউর প্রধান ব্রেক্সিট মধ্যস্থতাকারী মিচেল বার্নিয়ার মের বক্তব্যকে ‘গঠনমূলক’ আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী ‘এগিয়ে যাওয়ার ইচ্ছা’ ব্যক্ত করেছেন।

মে তাঁর প্রস্তাবে ইইউর সঙ্গে ‘শক্তিশালী নতুন নিরাপত্তা চুক্তি’র কথা বলেন। তিনি বলেন, ইইউর ‘সবচেয়ে শক্তিশালী সহযোগী ও মিত্র’ হবে যুক্তরাজ্য।

প্রস্তাবে ২০১৯ সালের মার্চে ব্রেক্সিটের পর যুক্তরাজ্য কত অর্থ ইইউকে দেবে তা উল্লেখ করেননি মে। তবে ধারণা করা হচ্ছে, এই পরিমাণটা দুই হাজার কোটি ইউরো হতে পারে।