জাপানে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

Looks like you've blocked notifications!
জাপানের রাজধানী টোকিওতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার পর ধরে যাওয়া আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছবিটি আজ ২৬ জুলাই-২০১৫, রোববার তোলা। ছবি : রয়টার্স

জাপানের রাজধানী টোকিওর উপকণ্ঠে আবাসিক এলাকায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার এ ঘটনার পর কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি টেলিভিশন এনএইচকে জানিয়েছে, টোকিওর চোফু বিমানবন্দর ত্যাগের কিছুক্ষণ পর স্থানীয় সময় বেলা ১১টার দিকে পাঁচ আসন বিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে এনএইচকে জানিয়েছে, এই দুর্ঘটনায় বিমানটির দুই যাত্রী ও স্থানীয় এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।

টোকিও শহরের অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দরের কাছে রাজধানীর আবাসিক জেলা চোফুতে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন ধরে যায়। পাশের কয়েকটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী এনএইচকেকে বলেন, 'আমি ভেবেছিলাম, এটি অনেক নিচ দিয়ে উড়ে যাচ্ছে।'

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় বিধ্বস্ত বিমানটির লেজ দেখা যাচ্ছিল।