মিয়ানমারে সোয়াইন ফ্লুতে ৩৮ জনের মৃত্যু
মিয়ানমারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রোগটিতে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে কমপক্ষে ৪০০ জন।
স্থানীয় সময় বুধবার মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর জানায়।
শিনহুয়ার খবরে বলা হয়, মিয়ানমারে গত ২১ জুলাই থেকে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব হয়।
মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় জানায়, মূলত ইয়াঙ্গুন, আয়ারওয়ারদি ও বাগো এলাকায় রোগটিতে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে অসুস্থ অনেকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সোয়াইন ফ্লু প্রতিরোধে মিয়ানমারকে চীনসহ বিভিন্ন দেশ চিকিৎসা সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমার সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এর আগে ২০০৯ ও ২০১৬ সালে মিয়ানমারে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।