মানত পূরণে শিশুকে জ্বলন্ত কয়লায় দিলেন বাবা

Looks like you've blocked notifications!
মানত পূরণ করতে শিশুসন্তানকে জ্বলন্ত কয়লার ওপর রাখেন ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াদ জেলার এক ব্যক্তি। ছবি : টুইটার

দুই বছর আগের কথা। মা-বাবা মানত করেছিলেন, তাঁদের কোলে ছেলেসন্তান এলে জ্বলন্ত কয়লার বিছানায় শোয়াবেন। শেষমেশ সত্যি হয়েছিল তাঁদের মনের আশা। তাই মানত পূরণ করতে নামলেন বাবা। ১৮ মাস বয়সের ছেলেশিশুকে জ্বলন্ত কয়লায় রাখলেন তিনি।  

ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াদ জেলার আল্লাপুর শহরে শত শত মানুষের সামনেই এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করেন এক প্রত্যক্ষদর্শী।

ভিডিওটিতে দেখা যায়, শিশুটিকে জ্বলন্ত কয়লার ওপর রাখছেন তার বাবা। আগুনের ওপর রাখার পর শিশুটি তাপে ছটফটিয়ে কান্নাকাটি শুরু করে।  

কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, জ্বলন্ত কয়লার ওপরে কয়েকটি মাত্র কলাপাতা রাখা ছিল। সেগুলোর ওপর শিশুটিকে শুইয়ে দেওয়া হয়। এ সময় তাপে শিশুটি কান্নাকাটি করে ও পালানোর চেষ্টা করে। তবে কয়েক সেকেন্ড পরেই তাকে কয়লার ওপর থেকে তুলে নেন বাবা।

পুলিশ জানায়, এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। তবে স্থানীয় শিশুকল্যাণ কর্তৃপক্ষের কাছে ওই মা-বাবার কাউন্সেলিং করার জন্য বলা হয়েছে।