বিয়ের অনুষ্ঠানে বন্দুকযুদ্ধে নিহত ২০
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আনদারাব জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৪ জন আহত হন। বাগলান প্রদেশের পুলিশের প্রধান কর্মকর্তা জাবেদ বাশারাতকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার বিকেলে দেহসালাহ অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এরপর রাতে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়।
নিহতদের বেশির ভাগই ওই বিয়ের অনুষ্ঠানের অতিথি। নিহতদের বয়স ১৪ থেকে ৬০ বছরের মধ্যে। অনুষ্ঠানে প্রায় চারশর বেশি লোক উপস্থিত ছিল বলেও রয়টার্সকে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এদিকে আনদারাবের পুলিশ প্রধান কর্নেল গুলিস্তান কাসানি জানান, বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়া স্থানীয়ভাবে প্রভাবশালী এবং ওই দুই পক্ষের মধ্যে বহু বছর ধরে বিবাদ ও সংঘাত চলছিল। তিনি আরো জানান, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার আত্মীয় আততায়ীর হাতে নিহত হওয়ার খবর পাওয়ার পর সেখানে সংঘর্ষ শুরু হয়।