ভারতে আত্মহত্যায় স্ত্রীদের চেয়ে এগিয়ে পুরুষরা
ভারতে আত্মহত্যার দিক থেকে স্ত্রীদের চেয়ে এগিয়ে আছেন স্বামীরা। বিবাহিত পুরুষরা বিবাহিত নারীদের তুলনায় বেশি আত্মহত্যা করেন।
ন্যাশনাল ক্রাইম ব্যুরো অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ভারতে বিবাহিত পুরুষদের আত্মহত্যার সংখ্যা ৬০ হাজার। অন্যদিকে বিবাহিত নারীদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ২৭ হাজার। আবার স্ত্রী মারা যাওয়ার পর আত্মহত্যা করেছেন এক হাজার ৪০০ পুরুষ। সেখানে স্বামী মারা গেছে এমন নারীদের আত্মহত্যার সংখ্যা এক হাজার ৩০০ জন। বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করা পুরুষের সংখ্যা ৫৫০। আর একই ঘটনার পর আত্মহত্যা করেছেন ৪১০ জন নারী।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আত্মহত্যা করা ৬৬ শতাংশ মানুষই ছিলেন বিবাহিত। অবিবাহিতদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ২১ শতাংশ।
এ পরিসংখ্যান দেখে প্রশ্ন উঠছে, তবে কি বিবাহিত জীবনের চাপ নারীদের তুলনায় পুরুষরা নিতে অক্ষম?
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর মতো ভারতে এখন পর্যন্ত চট করে কেউ বিবাহবিচ্ছেদের মতো দীর্ঘ আইনি লড়াইয়ে যেতে চান না। সবাই চেষ্টা করেন, পারিবারিকভাবেই তা মিটিয়ে ফেলতে। কোনো কোনো ক্ষেত্রে তা মিটমাট হয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না। এসব ঘটনায় নারীরা যতটা না সামাজিক সহানুভূতি পান, পুরুষরা তা পান না। ফলে পুরুষদের ক্ষেত্রে এই মারাত্মক চাপ নেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই। আর এই চাপই তাদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে।