Beta

আইভরি কোস্টে বিমান ভেঙে পড়ল সাগরে, নিহত ৪

১৫ অক্টোবর ২০১৭, ০৯:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৭, ০৯:৩১

অনলাইন ডেস্ক
আইভরি কোস্টের আবিদজান শহরের বিমানবন্দরের নিকটবর্তী সাগরে শনিবার একটি মালবাহী বিমান ভেঙে পড়ে। ছবি : রয়টার্স

আইভরি কোস্টের আবিদজান শহরের বিমানবন্দরের নিকটবর্তী সাগরে একটি মালবাহী বিমান ভেঙে পড়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, বিমানটি আবিদজান বিমানবন্দর থেকে আকাশের ওড়ার পর তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে। এরপর বিমানটি অবতরণের চেষ্টা করে। পরে সেটি সাগরে পতিত হয়। বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন।

নিহত চারজন মালদোভার নাগরিক। বাকি ছয়জনের মধ্যে চারজন ফ্রান্স ও দুজন মালদোভার বাসিন্দা। তাঁরা সবাই কমবেশি আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আইভরি মাটিনের খবরে বলা হয়, এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি বিমানের যাত্রী কি না, তা জানা যায়নি।

ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, বিমানটিতে সামরিক জিনিসপত্র ছিল।

Advertisement