Beta

লাওসে বিমান দুর্ঘটনায় ২৩ সেনার মৃত্যু

৩০ জুলাই ২০১৫, ২১:৩৫

অনলাইন ডেস্ক
দুর্ঘটনার পর এমআই-১৭ মডেলের সামরিক হেলিকপ্টার। ছবি : রয়টার্স

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বৈমানিক ও ১৯ জন সেনা সদস্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে  বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। গত সোমবার দেশটির জেইসোম্বেন প্রদেশে ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সোমবার বিকেলে সেনাদের নিয়ে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার সময় এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে চার বৈমানিক ও ১৯ সেনা সদস্য প্রাণ হারান। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এটি দুর্ঘটনা। উদ্ধার অভিযান শেষ হয়েছে তবে দুর্ঘটনার বিষয়টির বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement