রোহিঙ্গাদের দেখতে আসবেন জর্ডানের রানি

Looks like you've blocked notifications!
জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। ছবি : সংগৃহিত

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। আগামী সোমবার তিনি কক্সবাজার যাবেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সোমবার সকালে রানিয়া আবদুল্লাহ ঢাকায় পৌঁছাবেন।

জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

রানি রানিয়া কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসব কার্যক্রম দেখবেন জর্ডানের রানি।

পরিদর্শনশেষে গণমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন রানি রানিয়া আবদুল্লাহ।

গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে থাকে। এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।