ঘুম থেকে উঠেই ২০০ কোটি টাকার মালিক!
সকালে চোখ খুলেই দেখলেন আপনি ধনী হয়ে গেছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। এ রকম স্বপ্নের কথা হরহামেশাই শোনা যায়। কিন্তু ভাবুন তো যদি বাস্তবে সত্যিই এমনটি হয়, তবে কেমন লাগবে আপনার। নিশ্চয়ই চোখ কপালে উঠবে!
বাস্তবে এমন একটি ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ায়। গত ২৫ অক্টোবর ক্লার ওয়েনরাইট নামের এক নারী সকালে ঘুম থেকে উঠেই দেখেন তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। ওয়েনরাইট অস্ট্রেলিয়ার একজন অভিজ্ঞ আইনজীবী।
সানডে মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর আইনজীবী ওয়েনরাইট সকালে ঘুম থেকে উঠে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট চেক করছিলেন। এ সময় তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা জমা করা হয়েছে। আর এতে তাঁর চক্ষু চড়কগাছ।
তবে অভিজ্ঞ এই নারী আইনজীবী তাঁর অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ থেকে একটি পয়সাও খরচ করেননি। বরং নিজের অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখে সঙ্গে সঙ্গেই তিনি ব্যাংক কর্তৃপক্ষকে তা অবহিত করেন।
বিষয়টি জানার পর ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এত টাকা এলো, কোথা থেকে এলো তা অনুসন্ধান করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ন্যায়পাল পরিষেবা বলছে, ‘ভুলক্রমে আপনার অ্যাকাউন্টে জমা হওয়ায় টাকা আপনি কখনোই তুলতে বা খরচ করতে পারবেন না। কারণ সেই টাকাগুলো বৈধভাবে আপনার নয়, আপনাকে সেগুলো ফেরত দিতে হবে।’
আইনজীবী ওয়েনরাইট বলেন, যদি তিনি সেই টাকাগুলো তুলে খরচ করতেন, তবে তাঁর যা দেনা-পাওনা ছিল সেসব মিটিয়ে অনায়াসে একটি বাড়ি বা এক দ্বীপ কিনে ফেলতে পারতেন তিনি।