নতুন তালেবান নেতার অডিওবার্তায় ঐক্যের আহ্বান
তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মানসুর শনিবার প্রকাশিত তাঁর প্রথম অডিওবার্তায় গেরিলাদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। তালেবানের প্রধান মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষণার পর জঙ্গি সংগঠনটির নেতাদের মধ্যে বিভাজনের খবরের প্রেক্ষাপটে নতুন তালেবানপ্রধানের এ অডিওবার্তা প্রকাশ পেল। এ ছাড়া তিনি আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন ইসলামী দেশে বিচ্ছিন্নভাবে আন্দোলন করা তালেবান ‘মুজাহিদদের’ প্রতিও ঐক্যের আহ্বান জানান।
তালেবান প্রকাশিত এই অডিওবার্তায় মোল্লা মানসুর বলেন, ‘আমাদের সবার ঐক্য বজায় রাখার জন্য কাজ করা উচিত। আমাদের নেতৃত্বে বিভাজন কেবল আমাদের শত্রুদেরই আনন্দ দেবে এবং আমাদের জন্য আরো সমস্যা সৃষ্টি করবে।’
নতুন তালেবান নেতা মানসুর এর আগে মোল্লা ওমরের সহযোগী হিসেবে জঙ্গি সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে বিভিন্ন সময় আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার পক্ষে ভূমিকা রাখতে দেখা গেছে। মানসুর দায়িত্ব নেওয়ায় আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শূরার সব সদস্যই শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেননি বলেও জানিয়েছে ডন পত্রিকা।
তালেবান কর্তৃপক্ষ মোল্লা ওমরের মৃত্যুসংবাদ নিশ্চিত করার কিছুদিন আগেই তালেবানের একটি দলছুট গোষ্ঠী দাবি করেছিল, ওমরকে হত্যা করেছে তালেবানেরই দুই নেতা মোল্লা আখতার মহম্মদ মনসুর ও গুল আগা। দি আফগানিস্তান ইসলামিক মুভমেন্ট ফিদাই মাহাজ নামে তালেবান ভেঙে বেরোনো গোষ্ঠীর মুখপাত্র কারি হামজা দাবি করেন, দুই বছর আগে ২০১৩-এর জুলাইয়েই প্রাণ হারান ওমর। এ দাবির সমর্থনে তাঁর হাতে তথ্যপ্রমাণ আছে বলেও জানান তিনি।
ওমরের মারা যাওয়ার খবরটি সঠিক, এমন ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তানের গুপ্তচর সংস্থা দ্য ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি। তারা গত নভেম্বরে বলেছিল, ওমর সম্ভবত মারা গেছেন। আর তাঁর মৃত্যুর জেরে ভেঙে তিন টুকরো হয়ে গেছে তালেবান।