অস্ট্রেলিয়ায় এক রাতে ১ লাখ ৭৬ হাজার বজ্রপাত!
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রাজ্যে ঝড়ের প্রভাবে কয়েক ঘণ্টায় এক লাখ ৭৬ হাজারবারের বেশি বজ্রপাত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে এসব বজ্রপাত ও তুমুল বৃষ্টিপাত হয়।
রাজ্যটির আবহাওয়া ব্যুরো জানায়, ভয়াবহ বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় অঞ্চলটিতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো মানুষ।
বিবিসির খবরে বলা হয়, ঝড়ের সময় বজ্রপাতের দৃশ্য ধারণ করেন কিছু আলোকচিত্রী।
ব্রিসবেনের আলোকচিত্রী স্টেফ ডয়েল বিবিসিকে জানান, প্রতিবার বজ্রপাতের সময় পুরো আকাশ জ্বলে উঠছিল।
স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনারজেক্স জানিয়েছে, ভয়াবহ এই ঝড়ের কবলে পড়া চার হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আবহাওয়া দপ্তরের ভাষ্য, দক্ষিণ-পূর্ব কুইনসল্যান্ডে আরো বড় ধরনের ঝড় আঘাত হানতে পারে।