চীনে জাতীয় সংগীতের অবমাননায় হতে পারে কারাদণ্ড

Looks like you've blocked notifications!
চীনের জাতীয় সংগীত গাইছে একদল শিশু। ছবি : সিএনএন

চীনে জাতীয় সংগীতকে অসম্মান করলে বা কোনো ধরনের বিদ্রূপ করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস হতে যাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আরেক বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার থেকে শুরু হয়েছে চীনের পার্লামেন্টের অধিবেশন। চলতি অধিবেশনে আইনটি পাসের জন্য উত্থাপন করা হয়েছে।  তবে কবে নাগাদ এটি পাস হবে, তা জানা যায়নি।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে জাতীয় সংগীতের অবমাননার জন্য সর্বোচ্চ ১৫ দিনের সাজার বিধান রেখে আইন পাস করে চীন। সে সময় চীনের বাইরে ম্যাকাও ও হংকংয়েও ওই আইন প্রযোজ্য ছিল।  

২০১৫ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চীনের জাতীয় সংগীত নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন হংকংয়ের সমর্থকরা। সে সময় হংকংয়ের ফুটবল কর্তৃপক্ষকে জরিমানা করেছিল ফিফা।