দ্বৈত নাগরিকত্ব : পদত্যাগ করছেন অস্ট্রেলিয়া সিনেটের প্রেসিডেন্ট
যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের প্রেসিডেন্ট স্টিফেন প্যারি।
এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার বার্নিতে জন্ম নেওয়া লিবারেল পার্টির এই নেতা।
প্যারি জানিয়েছেন, ভুলভাবে সিনেটের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বলে মনে করছেন তিনি।
এর আগে শুক্রবার অস্ট্রেলিয়া হাইকোর্টের এক রায়ে বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় বিভিন্ন পদে দেশটির পাঁচজন রাজনীতিকের নিয়োগ ছিল অবৈধ।
পৈতৃক সূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছিলেন প্যারি। ক্ষমতাসীন সরকারের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘এক বুক বেদনা’ নিয়ে জানাতে হচ্ছে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাঁর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করেছে।
প্যারির পদত্যাগের ঘোষণার পর তাঁর স্থলাভিষিক্ত নিয়োগে গত বছর অনুষ্ঠিত নির্বাচনের ভোট পুনর্গণনা করা হবে। ক্ষমতাসীন জোটের শীর্ষ দল লিবারেল পার্টির কোনো সদস্যই এই দায়িত্ব গ্রহণ করতে পারেন।
অস্ট্রেলিয়ায় নাগরিকত্বের ঝামেলায় প্যারি ছাড়াও পদ ছাড়তে হয়েছে আরো দুজন রাজনীতিককে। তাঁরা হলেন উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ফিওনা ন্যাশ। শেষের দুজন ন্যাশনাল পার্টি অব অস্ট্রেলিয়ার সদস্য।