কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতার আত্মসমর্পণ

Looks like you've blocked notifications!
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজেমন। ছবি : রয়টার্স

কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজেমন ও তাঁর সাবেক চার সহযোগী বেলজিয়ামের পুলিশের কাছ আত্মসমর্পণ করেছেন। আজ রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার স্পেনের আদালতে কার্লেস পুজেমনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, সেটা কার্যকর হবে কি না তা জানা যাবে সোমবার।

কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার পর স্পেনের কেন্দ্রীয় অঞ্চলটির ওপর সরাসরি শাসনের আদেশ জারি করে। এরপর পুজেমন বেলজিয়ামে চলে যান। সেখানে তিনি বলেন, স্বচ্ছ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি স্পেনে ফিরবেন না।

পুজেমন ও তাঁর সহযোগীদের বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, সরকারি অর্থের অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পুজেমনের অন্য সহযোগীরা হলেন মেরিতসেল সেরে (কাতালোনিয়ার সাবেক কৃষিমন্ত্রী), আন্তোনি কমিন (সাবেক স্বাস্থ্যমন্ত্রী), ইউইস পুজ (সাবেক সংস্কৃতিমন্ত্রী) এবং ক্লারা পোসাতি (সাবেক শিক্ষামন্ত্রী)।

বেলজিয়ামের কেন্দ্রীয় পুলিশের কাছে পাঁচজন আত্মসমর্পণ করেছেন। এ সময় সঙ্গে তাঁদের আইনজীবীরা ছিলেন।

গত ২৭ অক্টোবর স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেন কার্লেস পুজেমন। এরপর অঞ্চলটির ওপর সরাসরি শাসন ক্ষমতার ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। এর পরিপ্রেক্ষিতে পুজেমন বেলজিয়ামে আশ্রয় নেন।