ফ্রান্সের সমুদ্রসৈকত ছেড়েছেন সৌদি বাদশা

Looks like you've blocked notifications!
সৌদি আরবের বাদশা সালমান।

ফ্রান্সের সমুদ্রসৈকতের পাশে নিজ বাড়িতে অবকাশযাপন সংক্ষিপ্ত করলেন সৌদি আরবের বাদশা সালমান। তাঁর নিরাপত্তার অজুহাতে সৈকতটি বন্ধ রেখেছিল ফ্রান্স কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, তিন সপ্তাহ অবস্থানের পরিকল্পনা থাকলেও মাত্র আট দিন এখানে থাকেন সৌদি বাদশা। এখান থেকে তিনি মরক্কোর উদ্দেশে রওনা দেন।

ফ্রান্সের ভালুরি অঞ্চলে উন্মুক্ত সৈকতটি বন্ধের বিরুদ্ধে এক লাখের বেশি মানুষ একটি পিটিশনে সই করেন।

সমুদ্রসৈকতটি বাদশা সালমানের ব্যক্তিগত বাড়ির ঠিক নিচেই। ফ্রান্স সরকারের কর্মকর্তারা বাদশার আগমনের সময় সৈকতটি বন্ধ করে দিতে সম্মত হন।

সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের ফলে ফ্রান্সের সমতার আইন লঙ্ঘিত হয়েছে।

সৌদি আরবের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অবকাশযাপনের পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্স থেকে বাদশা চলে গেছেন, সংবাদমাধ্যমে তাঁর সফরের যে খবর এসেছে সে কারণে নয়।

ফিলিপ কাস্তানেত বার্তা সংস্থা এএফপিকে জানান, সোমবার সকালে সৈকতটি খুলে দেওয়া হবে।

সৌদি বাদশার আগমন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সৈকত বন্ধের কারণে অনেকে খুশি না হলেও ব্যবসায়ীরা উষ্ণভাবে অভ্যর্থনা জানান বাদশা সালমানকে।