মিসরে মসজিদে হামলা, নিহত ২৩৫

Looks like you've blocked notifications!

মিসরের নর্থ সিনাই প্রদেশে মসজিদে বোমা ও বন্দুক হামলায় অন্তত ২৩৫ জন নিহত হয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর এসেছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বীর আল-আবেদ শহরের আল-রাওদা মসজিদে নামাজের সময় এ হামলা চালানো হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চারটি গাড়ি থেকে দুর্বৃত্তরা নামাজিদের ওপর হামলা শুরু করে।

মসজিদের ভেতরে রক্তাক্ত দেহ পড়ে থাকার ছবি খবরে প্রচার করা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটিতে নামাজ পড়ছিল নিরাপত্তা বাহিনী সদস্যরা। ধারণা করা হচ্ছে তাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।

মিসরের বেসরকারি চ্যানেল এক্সট্রা নিউজ টিভি বলেছে, প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি হামলা নিয়ে আলোচনা করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বসবেন।

কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড থেকে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিদের হামলার ঘটনা বেড়েছে।