‘হাসিমুখ’ তৈরি করে গিনেজ রেকর্ডে দুবাই পুলিশ
সংযুক্ত আরব আমিরাতে হাসির ইমোর আদলে গাড়ি দিয়ে দেশের পতাকা তৈরি করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছে পুলিশ। এ জন্য দরকার হয়েছে ১৪৩টি গাড়ি।
গতকাল শনিবার বাণিজ্যিক শহর দুবাইয়ের পুলিশ এই আয়োজন করে। গালফ নিউজ এ খবর জানিয়েছে।
২০১৫ সালে দুবাইয়ের মরুভূমিতে ১২১টি গাড়ির নাচের আয়োজন করে বহুজাতিক কোম্পানি পেপসি এ রেকর্ড করে।
দুবাই পুলিশের হ্যাপিনেস সোসাইটি ও পজিটিভিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আতিফ রাশিদ আল সুয়াইদি বলেন, এই জাতীয় দিবসে গাড়িপ্রেমিক নাগরিকদের আমরা উৎসাহিত করেছি।
আরব আমিরাতের ৪৬তম জাতীয় দিবস উদযাপনের একটি ভিডিও দুবাই পুলিশের অফিশিয়াল ফেসবুকে দিয়েছে। এতে দেখা যাচ্ছে, দেশটির পতাকার বিভিন্ন রঙের গাড়ি সারি করে রাখা হয়েছে।
দুবাই পুলিশের একজন কর্মকর্তা বলেন, এই রেকর্ড গড়তে ১৭টি ক্লাব অংশ নেয়। এই কাজের তত্ত্বাবধান করেন দুবাই পুলিশের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ খলিফা আল মেরি।
আরেকজন কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল্লাহ আলী আল ঘাইথি জানান, এই অর্জন দুবাই পুলিশের মুকুটে আরো একটি পালক যোগ করল। আর এটি বেশি গুরুত্ব এজন্য যে জাতীয় দিবসে এই রেকর্ডটি করা হয়েছে।