প্রেম করার সময় নেই জাপানি তরুণীদের

Looks like you've blocked notifications!

জাপানে কর্মজীবী  ৬০ শতাংশ তরুণী কাজের চাপে পড়ে প্রেম করতে চান না। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া রোববার একটি জরিপের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

জাপানে তরুণীরা পুরুষ সহকর্মীদের সমান কাজ করে থাকে। অফিস শেষে তারা ক্লান্ত অবসাদ শরীরে বন্ধুর সঙ্গে দেখা (ডেটিং) করতে যাওয়ার চেয়ে, সোফায় গা এলিয়ে দিয়ে টিভিতে ‘সোপ অপেরা’ দেখতে বেশি পছন্দ করে।  অনলাইন ডেটিং নিয়ে পরামর্শ দেয় কোকোলোনি এই জরিপ পরিচালনা করে।

জরিপে বলা হয়েছে, অফিসে প্রেম আর তরুণীদের কাছে আকর্ষণীয় নয়। আর না দেখে ডেটিং করতে যাওয়া অনেক সময় চাপ আর ক্লান্তিকর। আর এতে সফলতা একদম নেই।

আরেকটি অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়া জানায়, তরুণীদের একটি বড় অংশ মনে করেন হুটহাট দেখা করতে যাওয়া সময় অপচয় ছাড়া কিছু না।

১৯৮০-এর দশকে ৬০ শতাংশ ২০ বছর বয়সে তরুণরা প্রেম করত। যদিও তাদের সংখ্যা এখন উল্টো অর্থাৎ কম।

জরিপটির শেষে বলা হয়েছে, কাজের সময় কমানো, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, কাজের ভালো পরিবেশ তরুণীদের ভালোবাসার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে।