আফগানিস্তানে সেনা হামলায় ১৫ তালেবান নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সামরিক অভিযানে কমপক্ষে ১৫ তালেবান সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন।
স্থানীয় সময় শনিবার কুন্দুজের সেনাবাহিনীর মুখপাত্র আবদুল খলিল এ কথা জানান। তিনদিনের বেশি সময় ধরে প্রদেশের ইমাম সাহিব জেলায় সামরিক অভিযান চলছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চলমান অভিযানে ইমাম সাহিব জেলার বিভিন্ন গ্রাম থেকে তালেবান জঙ্গিদের উৎখাত করা হয়েছে।
তবে এ অভিযানে নিরাপত্তা বাহিনীতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানাননি আবদুল খলিল। তিনি বলেন, জঙ্গিদের পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দুই তালেবান যোদ্ধা নিহত ও অপর তিনজন আহত হওয়ার খবর গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। অভিযানে আট সেনা সদস্যও নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।