ব্লগার নীলাদ্রি হত্যায় জাতিসংঘের মহাসচিবের নিন্দা
বাংলাদেশি ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। একই সঙ্গে জাতিসংঘের দুই মানবাধিকার বিশেষজ্ঞ এই ঘটনায় নিন্দা এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। চলতি বছরে এখনো পর্যন্ত বাংলাদেশে চার ব্লগার হত্যার ঘটনা ঘটেছে।
জাতিসংঘের মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এসব ঘৃণ্য অপরাধ এবং এর ফলে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বান কি-মুন।
নীলসহ অন্যান্য ব্লগারের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আর এর মাধ্যমে বাংলাদেশিরা কোনো ভীতি ছাড়াই মতপ্রকাশসহ অন্যান্য মৌলিক অধিকারের সুযোগ পাবে।
মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেভিড কেয়ি এবং বিচারবহির্ভূত হত্যাবিষয়ক প্রতিনিধি কিস্টোফ হেইনস এক বিবৃতিতে বলেন, বাংলাদেশি আরেকজন মুক্ত মতপ্রকাশকারীকে হত্যার ঘটনায় বোঝা যায় দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এই ঘটনা ও পূর্ববর্তী গুরুতর অপরাধগুলোর দায়ীদের চিহ্নিত করা গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে এসব ঘটনার পরিকল্পনাকারীদেরও চিহ্নিত করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মতপ্রকাশকারীদের লক্ষ্যবস্তু করা এবং তাদের নীরব করে দিয়ে ভয় ছড়ানো পুরো সমাজের ওপরই প্রভাব ফেলে।
মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপকারীদের শুধু দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুললেই বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব শেষ হবে না। একই সঙ্গে কর্তৃপক্ষকে তাদের কথা প্রচার করতে হবে যেন এ ধরনের সহিংসতা বন্ধ করা যায়।
নীলাদ্রি চট্টোপাধ্যায়ের আগে চলতি বছরই বাংলাদেশের তিন ব্লগারকে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ব্লগার অভিজিৎ রায়, মার্চে ওয়াশিকুর রহমান, মে মাসে অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়।
লেখক ও সক্রিয় কর্মীদের ওপর হামলার ঘটনা বন্ধ করতে বাংলাদেশের কর্তৃপক্ষকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিশেষজ্ঞরা।