নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাস টার্মিনালে বিস্ফোরণের পর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ এ টার্মিনালটি টাইম স্কয়ারের পাশেই। স্থানীয় সময় সোমবার সকালে পোর্ট অথরিটি টার্মিনালের আন্ডারপাসে এ বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

বিবিসি জানিয়েছে, আটক ব্যক্তির শরীরে পাইপ বোমা বাঁধা ছিল। সকালের ব্যস্ততম জায়গায় এটির বিস্ফোরণ ঘটানো হয়। একটি ছবিতে দেখা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি মেঝেয় পড়ে আছে। তার জামা ছেঁড়া ও শরীরের ওপরের অংশে জখম।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্ল্যাসিও বলেছেন, এটি সন্ত্রাসী হামলার চেষ্টা। এ ঘটনা পূর্ণ তদন্ত করা হবে। পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।