পাকিস্তানে চার্চে হামলার ‘দায় স্বীকার’ আইএসের

Looks like you've blocked notifications!
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি চার্চে আত্মঘাতী বোমা হামলা চালায় আইএস জঙ্গিরা। ছবি : রয়টার্স

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে চার্চে আত্মঘাতী হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা ‘স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

স্থানীয় সময় রোববার বিকেলে চালানো ওই হামলায় কমপক্ষে আটজন নিহত হন। এতে আহত হন অন্তত ৩০ জন।

বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোয়াজ্জাম আনসারি পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনকে জানান, দুজন আত্মঘাতী হামলাকারী বেথাল মেমোরিয়াল চার্চ নামের ওই গির্জায় হামলা চালায়। সে সময় চার শতাধিক মানুষ প্রার্থনা করছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, হামলাকারীদের একজন তাঁর শরীরে বহন করা বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। 

আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

এদিকে হামলার পর আইএসের মালিকানাধীন বার্তা সংস্থা ‘আমাক’-এ প্রকাশিত এক বিবৃতিতে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জঙ্গি সংগঠনটি।

দ্য ডন জানায়, ওই গির্জা আগে থেকেই সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তু ছিল। কয়েক বছর আগেও ওই গির্জায় হামলা হয়। এ কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।