মন্দিরে ইংরেজি নববর্ষ পালনে নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!

হিন্দুধর্মের সঙ্গে সংগতি নেই জানিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে ইংরেজি নববর্ষ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল শুক্রবার অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এই নিষেধাজ্ঞা জারি করে।

রাজ্য সরকারের জারি করা ওই নোটিশে বলা হয়, ৭০ বছর আগে ভারত স্বাধীন হয়ে গেলেও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মন্দিরগুলো এখনো খ্রিস্টান গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে চলেছে। যে কারণে পয়লা জানুয়ারিতে মন্দিরে বিশেষ দর্শনের ব্যবস্থা করা হয় এবং সাজানো হয় মন্দির চত্বর।

কিন্তু এখন থেকে ইংরেজি পয়লা জানুয়ারিকে আর বছরের প্রথম দিন হিসেবে মানা চলবে না। তার বদলে মানতে হবে তেলেগু নববর্ষ উগাডি। কারণ, সেটা হিন্দু রীতির সঙ্গে সংগতিপূর্ণ। তাই রাজ্য সরকারের হিন্দুধর্ম পরিবীক্ষণ ট্রাস্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া রাজ্যের প্রতিটি মন্দির কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, পয়লা জানুয়ারি কোনো তোরণ বানিয়ে বা ফুলের কারুকাজের পেছনে অর্থ ব্যয় করা যাবে না। ভক্তদের টাকায় ইংরেজি নববর্ষ পালন করা যাবে না। তার বদলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রের জনপ্রিয় উগাডি উৎসবের সময়েই নববর্ষ পালন করতে হবে।

অন্ধ্রপ্রদেশে প্রতিবছর ইংরেজি বছরের প্রথম দিন উপলক্ষে মন্দিরে বিশেষ দর্শন করানো হতো দর্শনার্থীদের। মন্দিরগুলোকেও নানাভাবে সাজানো হতো।