কাবুলের হোটেলে ১২ ঘণ্টার জিম্মি দশার অবসান
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল একটি হোটেলে বন্দুকধারীদের ১২ ঘণ্টার জিম্মি দশার অবসান হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন বন্দুকধারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বিদেশি নারী, বাকি দুজন বেসামরিক নাগরিক।
গতকাল শনিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকেই ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা অতিথিদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় হোটেলে আগুন ধরে যায়।
বিবিসি জানায়, হামলাকারীরা ওই হোটেল নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখান থেকে ১৬০ জন উদ্ধার করা হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ভারী অস্ত্র নিয়ে কীভাবে সুরক্ষিত ওই হোটেলে হামলাকারীরা প্রবেশ করল, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা।
বিবিসি বলছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বন্দুকধারীরা হোটেলের ছয়তলায় গুলি চালায়। এ সময় অতিথিরা রাতের খাবার খাচ্ছিলেন।
আফগান টেলিকমের আঞ্চলিক পরিচালক আজিজ তাইয়েব জানান, শনিবার তিনি সেখানে একটি আইটি সম্মেলনে অংশ নেন। ওই সময় আমন্ত্রিত অতিথিরা রাতের খাবারে অংশ নিচ্ছিলেন। কিন্তু অল্পক্ষণের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি একটি পিলারের পাশে লুকিয়ে পড়েন। অনেককেই গুলি করা হয়। অনেকেই চিৎকার করছিল, দিগ্বিদিক ছোটাছুটি করছিল।
কয়েকজন অতিথি হোটেলর ছাদ থেকে নামার জন্য বিছানার চাদর দিয়ে বেয়ে নিচে নামতে চেষ্টা করেছিলেন। এঁদের মধ্যে একজন মাটিতে পড়ে যান।
এ রকম ছবি আফগান টেলিভিশনে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, হোটেলটির ছাদে আগুন লেগে গেছে ও ধোঁয়া বের হচ্ছে।