আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ গুলের মৃত্যু
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) সাবেক প্রধান হামিদ গুল ইন্তেকাল করেছেন। দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে মুর সেনা হাসপাতালের ৭৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকের সূত্রে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মারা গেছেন সাবেক এই গোয়েন্দাপ্রধান।
হামিদ গুলের পারিবারিক সূত্রে পত্রিকাটি আরো জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গুল। এর মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গত সপ্তাহের রোববার তাঁকে মুরের সেনা হাসপাতালে স্থানান্তর করা হয়। এক সপ্তাহ পরে আজ রোববার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
জেনারেল গুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শমিফ ও প্রেসিডেন্ট মামনুন হোসেইন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের কল্যাণে হামিদ গুলের ভূমিকাকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন।
জেনারেল হামিদ গুল ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির আন্তবাহিনী গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। ১৯৩৬ সালের ২০ নভেম্বর অবিভক্ত ভারতবর্ষের সারগোদা জেলায় জন্ম হয় তাঁর। ১৯৫৪ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এর পর ১৯৬৫ সালে পদোন্নতি পেয়ে সেনাবাহিনীর কমান্ডার পদে নিযুক্ত হন হামিদ। ধারণা করা হয়, ষাটের দশকের শুর থেকেই আন্তবাহিনী গোয়েন্দা বিভাগে কাজ করতেন গুল। আশির দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের থেকে আফগানিস্তানকে স্বাধীন করতে গুপ্তচর হিসাবেও বেশ কিছুদিন কাজ করেন প্রয়াত এই আইএসআই প্রধান। সে সময় তালেবান বাহিনী গঠন ও বাহিনীকে সংগঠিত করতে তাঁর অবদান ছিল।
কর্মজীবনে সাহসিকতার জন্য পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান সিতারা-ই-জুরাত। এ ছাড়া পেয়েছেন সিতারা-ই-বাসালত এবং হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কার।