উৎসবের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮

Looks like you've blocked notifications!

বলিভিয়ার অরোরো শহরে একটি উৎসবের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জন আহত হয়।

গত শনিবার সন্ধ্যায় উৎসব চলাকালীন রাস্তায় একজন দোকানির ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য বিমানযোগে বলিভিয়ার প্রধান শহর লা পাজে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, এটি একটি দুর্ঘটনা।

এদিকে বিস্ফোরণের ঘটনায় হতাশা প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস এক টুইটার বার্তায় নিহতদের প্রতি গভীর শোক জানান।

অরোরো শহরের এই উৎসবটি ২০০ বছরেরও বেশি সময় ধরে উৎযাপিত হচ্ছে। জাতিসংঘ উৎসবটিকে একটি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।

প্রতি বছর প্রায় ছয় হাজার নৃত্যশিল্পী এবং প্রায় সাড়ে আট লাখ মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে।