রাস্তায় শিক্ষার্থীদের ওপর গাড়ি, নিহত ৯

Looks like you've blocked notifications!

ভারতের বিহার রাজ্যে গাড়িচাপায় নয়জন স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। 

আজ শনিবার বিহারের মুজাফফরপুরের মীনাপুর থানার ধরমপুর এলাকায় একটি সরকারি হাইস্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়ক পার হচ্ছিল, এ সময় গাড়িটি শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

স্থানীয় মীনাপুরের বিধায়ক তথা আরজেডি পার্টির নেতা মুন্না যাদব অভিযোগ করেছেন, চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখতে হবে। বিহার সরকার রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করার কথা বললেও এখনও মদ বিক্রি হচ্ছে। মদ খেয়েই চালক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই সংসদ সদস্য।