‘জিন্নাহ কখনোই দেশভাগ করতে চাননি’

Looks like you've blocked notifications!

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘মুহম্মদ আলী জিন্নাহ কখনোই দেশভাগ করতে চাননি। তিনি কেবল মুসলমানদের জন্য পাকিস্তান তৈরি করতে চাননি। দেশ ভাগের জন্য দায়ী জওহরলাল নেহেরু, মৌলানা আজাদ এবং সর্দার প্যাটেলের মতো নেতারাই।’

সম্প্রতি এই মন্তব্য করেছেন ফারুক আবদুল্লাহ। ওই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতে। তিনি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা।  

ফারুক আবদুল্লাহ বলেন, ‘নেহেরু, আজাদ, প্যাটেল মুসলিম এবং শিখদের সংখ্যালঘুর স্বীকৃতি দিতে চাননি। যার ফলেই তৈরি হয়েছিল পাকিস্তান।’

আবদুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ঠিক হয়েছিল দেশভাগ হবে না। তবে মুসলমানদের বিশেষ প্রতিনিধিত্ব থাকবে, শিখদেরও আলাদা গুরুত্ব দেওয়া হবে। কিন্ত নেহেরু, প্যাটেলরা সংখ্যালঘু কমিশনের সেই দাবি মানতে চাননি। সেই কারণেই শেষমেষ জিন্নাহ পাকিস্তানের দাবি করেন। যদি ওই সময় আলাদা প্রতিনিধিত্ব মেনে নেওয়া হতো তাহলে পাকিস্তান বা বাংলাদেশ কিছুই আজ হত না। অখন্ড ভারত একটাই থাকত।’

গত বছরের নভেম্বর মাসে আবদুল্লাহ মন্তব্য করেন, ‘পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ। ভারত যদি সত্যিকারের সেখানে শান্তি চায় তাহলে ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে কথা বলা ও কাশ্মীরকে স্বশাসন দেওয়া।’ এই মন্তব্য নিয়েও সেই সময় তুমুল বিতর্কের সৃষ্টি হয়।