নেপালে আবার ভূমিকম্প
গত এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গেছে চার মাস। এখনো প্রলয়ংকরী সেই ভূকম্পনের রেশ কাটিয়ে উঠতে পারেনি হিমালয়ের কোলের ছোট্ট দেশটি। এরই মাঝে আজ রোববার ফের কেঁপে উঠল নেপাল। যার প্রভাব পড়েছে ভারতের দার্জিলিং এবং পশ্চিমবঙ্গেও। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী দুপুর ২টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এই ভূকিম্পনেই আতঙ্কিত হয়ে পড়ে নেপালের মানুষ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে অনেকেই ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে।
টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, এপ্রিলের ভূমিকম্পে নেপালে মৃত্যু প্রায় ১০ হাজার ছাড়িয়েছে। ভেঙে পড়া বাড়ি এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। পর্যটক নেই। প্রায় রোজগারহীন অবস্থায় দিন কাটাচ্ছেন মানুষজন। তাই মৃদু কম্পনেও চরম আতঙ্কিত হয়ে পড়ছেন সবাই।