১০২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অপরাধীর সাজা বহাল
নেপালে ১০২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই অপরাধীর সাজা বহাল রেখেছেন দেশটির একটি আদালত। ছয় বছর আগে নেপালের ধাদিং জেলায় ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধার অভিযোগ ছিল, গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে চরম লাঞ্ছিত করে দুই মাতাল।
এরপর ২০১২ সালে রাম বাহাদুর দামাই ও কুম্ভ বাহাদুর সুনার নামে দুইজনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের জেল দিয়েছিলেন নেপালের ধাদিং জেলা আদালত। আর মাথাপিছু ৫০ হাজার টাকা জরিমানা।
পরে সেই সাজাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাম বাহাদুর ও কুম্ভ বাহাদুর। কিন্তু তাদের পুনর্বিবেচনার আর্জি উড়িয়ে সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট।
দুই অপরাধীর সাজা বহাল রাখার খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্যাতিতা বৃদ্ধার প্রপৌত্র। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান, ওই ঘটনার তিন মাস পরই তাঁর দাদির মৃত্যু হয়েছিল।