যুক্তরাষ্ট্রের ভিসায় দিতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্যও

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করতে হলে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারিত তথ্য দিতে হবে।

নতুন এই নিয়ম যেকোনো দেশের এবং যেকোনো ক্যাটাগরিতে আবেদনকারীর জন্যই প্রযোজ্য হবে। ট্রাম্প সরকারের অভিবাসন নীতিতে শীঘ্রই এই সংযোজন আসবে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া নতুন এই প্রস্তাব অনুযায়ী, গত পাঁচ বছরে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আবেদনকারী ব্যবহার করেছেন, তার মাধ্যমে আবেদনকারীর মানসিকতা খতিয়ে দেখে তাদের যাচাই করা হবে।

তবে, কূটনীতিক ও সরকারি ক্যাটাগরিতে আবেদনকারীদের এ ব্যাপারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে না বলেও প্রস্তাবে উল্লেখ আছে।