অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশিরা হলেন সাদেকা কামাল নিপা, সাইফুল ইসলাম দিনার ও মাইশা কুদ্দুস।
এবিসি অনলাইন জানায়, স্থানীয় সময় শনিবার দুপুরে চালকসহ সাতজনকে বহনকারী গাড়িটি জাবিরু থেকে কোয়িন্ডা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে বেশ কয়েকবার উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ছাড়া গাড়িটিতে থাকা আরো চারজন সহযাত্রী গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন দেশটির পুলিশ।
আহতদের জরুরি সেবা দেওয়ার জন্য দুটি কেয়ার ফ্লাইটে করে দ্রুত রয়াল ডারউইন হাসপাতালে আনা হয়। তাঁরা ইস্টার সানডের ছুটি কাটাতে ভ্রমণে যাচ্ছিলেন। তাঁরা সকলেই চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।