খেলনার মধ্যে লুকিয়ে ছিল বিষধর সাপ! দেখুন ভিডিওসহ
একটা বাচ্চা মেয়ের ঘরে অনেক খেলনা প্রাণী। তার মধ্যে হঠাৎ দেখা গেল একটা কালো চকচকে সাপ। পেটের দিকটা লালচে। নড়াচড়া করছে না। কিন্তু খেলনাগুলো সরালে এমনভাবে ধীরে ধীরে জায়গা বদল করছে, যেন মুহূর্তেই হয়ে উঠতে পারে ভয়ংকর।
এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েক সপ্তাহ ধরেই ঘোরাঘুরি করছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।
ভয়ংকর সাপটিকে প্রথম আবিষ্কার করেন মেয়েটির বাবা। ঘরে এসেই কী মনে করে খেলনাগুলো সরাতে থাকেন। আর বেরিয়ে আসে মস্ত এক সাপ। সঙ্গে সঙ্গেই ঘরের দরজাটি বন্ধ করে দেন তিনি। আর দরজার ওপরের শূন্যস্থানটি একটি তোয়ালে দিয়ে বন্ধ করে দেন, যাতে সাপটি বেরিয়ে না যেতে পারে। তারপরই সাহায্যের জন্য লোকজনকে ডাকতে শুরু করেন তিনি।
পরে সাপটিকে ধরে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। সাপটিকে ধরেছিল অ্যান্ড্রু নামের এক ব্যক্তি। অ্যান্ড্রু ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘এটাকে ভয়ংকর বিষধর ভেবেছিলাম, তবে খুব শান্ত, স্থির ছিল। তবে অন্যান্য সাপের মতো, যদি ওদের উসকে দেওয়া হয়, তাহলে এগুলো রেগে গিয়ে ভয়ংকর হয়ে উঠতে পারে।’
ছোট্ট মেয়েটির মা বলেন, ‘এটা খুব অবাক করা বিষয়, এটা আমার মেয়ের খেলনা প্রাণীর চিড়িয়াখানায় ছিল।’ ফেসবুকে শেয়ার করা পোস্টটি দেখে এক ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘আপনারা এটা সময়মতো ধরে ফেলেছেন, এটা খুবই আনন্দের বিষয়। দূর থেকে এটাকে কী চকচকে দেখায়!’
আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এমন লাল কালো ছোপওয়ালা সাপ অনেকবার দেখেছি। কিন্তু বাচ্চার ঘরে! কখনোই নয়।’
আরেকজন মন্তব্য করেন, ‘আমি হয়তো ওখানেই মারা যেতাম। চমৎকার দেখতে সাপ। কিন্তু বাচ্চার ঘরে! এটা দুঃস্বপ্নের মতো।’