সৌদি আরবে আগুনে ‘৯’ বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!
দগ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সৌদি সিভিল ডিফেন্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে আটজন।

স্থানীয় সময় শুক্রবার সকালে দাখেল মাহদুদ এলাকার একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভবনটিতে আগুন লেগে যায়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মো. সারোয়ার আলম এনটিভিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। এ সংখ্যা আরো বাড়তে পারে আশংকা প্রকাশ করেন তিনি। হতাহতদের নাম-পরিচয় জানতে সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা।

এনটিভি প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে সাতজনের নাম জানা গেছে তাঁরা হলেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের (৪৫)।

এ ছাড়া নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝেরচরের পাভেল (২২) ও ঢাকার খোরশেদ (৫০) নামে দুজন দগ্ধ হয়েছেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে, সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল হামাদি চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, প্রবাসী শ্রমিক থাকা ভবনটির প্রবেশপথে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ওই ভবন থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা না থাকায় আগুনের ধোঁয়ায় শ্বাসরোধেই মৃত্যু হয় বেশিরভাগের। ওই ভবনটিতে ৫৪ জন প্রবাসী শ্রমিক থাকতেন বলেও খবরে বলা হয়।