ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

Looks like you've blocked notifications!

ইরান যদি আবার পরমাণু কর্মসূচি শুরু করে, তাহলে এর কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে তাঁর ওভাল অফিসে ইরানের পরমাণু কর্মসূচি, সিরিয়া ইস্যুসহ অন্যান্য বিষয়ে বৈঠকের পর এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। 

ফরাসি প্রেসিডেন্ট তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 

এদিকে, ইরানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এক সমাবেশে দেওয়া বক্তব্যে আমেরিকা, ইসরায়েল ও কিছু আরব দেশের ষড়যন্ত্র ইরানের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। 

ট্রাম্পের উদ্দেশে রুহানি বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।