‘কে বিশ্ব সুন্দরী হবে তা আগেই ঠিক করা’

Looks like you've blocked notifications!

‘কে বিশ্ব সুন্দরী হবেন তা আগেই ঠিক করে রাখা হয়! পূর্ব নির্ধারিত সবকিছু মেনেই বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেওয়া হয় কারো মাথায়!’

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এ মন্তব্য করেন। তাঁর মতে বিশ্ব সুন্দরী হিসেবে ঐশ্বরিয়া ঠিক আছে, কিন্তু ডায়ানা হেডেনের অর্জিত বিশ্ব সুন্দরীর খেতাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি!

গতকাল বৃহস্পতিবার আগরতলার এক অনুষ্ঠানে এসব কথা বলেন ত্রিপুরা বিপ্লব দেব।

বিপ্লব দেব বলেন, ‘ডায়ানা হেডেন কী করে বিশ্বসুন্দরী হলেন? ডায়ানা হেডেনের সৌন্দর্যের মাথামুন্ডু আমি বুঝি না।’

বিপ্লব দেব বলেন, ‘পূর্ব নির্ধারিত সবকিছু মেনেই বিশ্ব সুন্দরীর মুকুট কারো মাথায় পরিয়ে দেওয়া হয়। তা না হলে ডায়ানা হেডেন বিশ্বসুন্দরীর মুকুট জিততে পারতেন কিনা তা নিয়েও প্রশ্ন আসে।’

১৯৯৭ সালে আয়োজিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হন ভারতের ডায়ানা হেডেন। তাঁরও আগে ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেন ঐশ্বরিয়া রাই।  

বিপ্লব দেব বলেন, ‘যারা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে তাঁরা এক একজন কসমেটিকস মাফিয়া। নিজেদের ব্যবসা প্রসারিত করতেই তাঁদের এই পন্থা।’

বিভিন্ন মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন সম্প্রতি মুখ্যমন্ত্রী হওয়া বিপ্লব দেব। চলতি মাসেই তিনি এক অনুষ্ঠানে মন্তব্য করেন মহাভারতের যুগেও ভারতে ইন্টারনেট ও স্যাটেলাইট ব্যবস্থা ছিল।